ময়নাগুড়ি ট্রেন দূর্ঘটনার তদন্তে এল ফরেন্সিক দল
জলপাইগুড়ি, ১৭ জানুয়ারিঃ ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে এলেন তিন সদস্যের একটি ফরেনসিক দল। সোমবার দুপুর ১২টা নাগাদ ঘটনাস্থলে আসেন তারা। এরপর পুরো এলাকা পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। যদিও তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু বলতে নারাজ তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহনী এলাকায় বিকানির এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। যায় জেরে মৃত্যু হয় ৯ জনের আহত হয় ৩৬ রেলযাত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে এসিস্ট্যান্ট ডিরেক্টর ফরেনসিক ডঃ চিত্রাক্ষয় সরকার বলেন, " দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই এখানে আসা। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। দূর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হলো।"